৪ দিন ধরে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে আছে শতাধিক পেঁয়াজবাহী ট্রাক

৪ দিন ধরে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে আছে শতাধিক পেঁয়াজবাহী ট্রাক

রিপন হোসেন, যশোর

পেঁয়াজ আমদানি-রফতানি জটিলতায় গত ৪ দিন ধরে ভারতের পেট্রাপোল বন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতী পেঁয়াজের কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

গত ১৪ সেপ্টম্বর থেকে বেনাপোল ববন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এ বন্দর দিয়ে কমপক্ষে ৩০ জন আমদানিকারক নিয়মিত ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন। নিষেধাজ্ঞার আগে এসব আমদানিকারকরা প্রায় ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলছি খুলে রেখেছেন।  

ইতিমধো অনেক এলসির পেঁয়াজ কেনা হয়েছে।

যা পেট্রাপোল বন্দর এলাকার বিভিন্ন পার্কিংয়ে ও রফতানিকারকদের হেফাজতে রয়েছে। ব্যবসায়ীরা যদি পূর্ব চুক্তি মূল্যে ক্রয়কৃত পেঁয়াজের চালান আমদানি করতে না পারেন তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে।


আরও পড়ুন: দেশ ভাগের আগে বন্ধ হওয়া রেলপথ আবারো চালু হবে!


বারবার ভারতীয় কর্তৃপক্ষর নিটক কথা বলেও কোন সুরহা হয়নি। সরকারের হস্তক্ষেপ দ্রুত পেঁয়াজের ট্রাক ছাড় করারর দাবি এই ব্যবসায়ী নেতা।

তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতী পেঁয়াজের কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশ আসে ভারত থেকে। তাই দদেশে পেয়াজের চচাহিদা মেটাতে দ্রুত পদক্ষেব নেয়ার দাবি সংশ্লিষ্টদের।  

নিউজ টোয়েন্টিফোর/নাজিম