যানজটের দুর্ভোগে অতিষ্ঠ খুলনাবাসী

যানজটের দুর্ভোগে অতিষ্ঠ খুলনাবাসী

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা মহানগরীর যানজটের দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। অভিযোগ রয়েছে, নগর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ নির্বিকার থাকায় শহরে দিনের বেলা অবাধে চলাচল করছে যাত্রী বাহী বাস।   

আবার বিভিন্ন বাস কাউন্টারের সামনে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে যাত্রী তুলে বাসগুলো। এতে যানজটে চরম ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।

news24bd.tv

খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও রয়েল হোটেল এলাকায় রয়েছে বেশ কিছু বাস কাউন্টার। এখান থেকে দিনে-রাতে কয়েকশ’ বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে প্রতিদিনই বাস কাউন্টারের সামণে  তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে অতিষ্ঠ নগরবাসী।

news24bd.tv

অভিযোগ রয়েছে, নগর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ নির্বিকার থাকায় হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ, ঈগল ও গ্রীন লাইনসহ বিভিন্ন  কোম্পানীর বাস অবাধেই শহরের মধ্যে চলাচল করছে।


আরও পড়ুন: ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় রাজস্ব ঘাটতিতে বুড়িমারী স্থলবন্দর


তবে অভিযোগ অস্বীকার করে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কবির হোসেন জানান, সোনাডাঙ্গা বাস টার্মিনালে রাতের বেলা নিরাপত্তা ঝুঁকি থাকে বলে পরিবহনগুলো শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয়েছে।   

যানজট এড়াতে শহরের মধ্যে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ