বাড়ি দখলের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাড়ি দখলের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও বাড়ি দখলের অভিযোগে ডিএনসিসির ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

অন্যদিকে, ক্যাসিনোকান্ডে জড়িত যুবলীগ নেতা কাজী আনিসুর রহমান ও সুমী রহমানের ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের  মামলায় আয় কর নথি জব্দ করেছে দুদক।  

আরও পড়ুন:


কোষ্ঠকাঠিন্যের সহজ সমাধান দিলেন ডা. তাসনিম জারা (ভিডিও)


ক্যাসিনোকাণ্ডে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুদক। প্রায় ২০০ জনের তালিকা ধরে ওই অনুসন্ধান চলছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই অনুসন্ধান করছেন।  

সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বড় বড় কাজ বাড়িয়ে নেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনোর কারবারে শত শত কোটি টাকা অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ কয়েকজনের বিরুদ্ধে। এক বছর ধরে অনুসন্ধান করছে দুদক। এর অংশ হিসেবেই শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল