জবানবন্দি দিতে আদালতে র‌বিউল

জবানবন্দি দিতে আদালতে র‌বিউল

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় মূল আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে রবিউল বলেছেন, আক্রোশ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত তারই তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

এর আগে ওয়াহিদা ও তার বাবার মূল হামলাকারী রবিউল একাই বলে দাবি করে পুলিশ। পরে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে তোলে পুলিশ।

র‌বিউলকে আদালতে তোলার আগে বৃহস্পতিবার সকাল থে‌কে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হ‌য়। কড়া পুলিশ প্রহরায় বেলা ১১টার দিকে কা‌লো মাইক্রোবাসে করে র‌বিউলকে আদালতে নিয়ে যান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।   এ সময় পুলিশের কড়া প্রহরা ছিল।


আরও পড়ুন: ইউএনওর ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে তোলা হলো রবিউলকে


৯ সেপ্টেম্বর দিনাজপুরের বিরল উপজেলার বি‌জোড়া ইউনিয়নের ধামাহার ভীমরুল গ্রা‌মের নিজের বাড়ি থেকে রবিউলকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেন। ১২ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।  

তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছেন যে এই ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও একমাত্র হামলাকারী তিনি নিজে। পরে ওই দিনই তাঁকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন থেকেই রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে রবিউল বলেছেন যে আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক