যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গ নারীর পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গ নারীর পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

সুলতানা রহমান, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সব ধরণের নারীদের মধ্যে এবার জো বাইডেনের প্রতি সমর্থন বেশি থাকলেও স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গ নারীরা ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন অটুট রেখেছেন। এই নারীদের মধ্যে ৫০ শতাংশই মনে করেন করোনা ভাইরাস মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে বেশী বিশ্বাসযোগ্য।

এমনকি আইনশৃঙখলা রক্ষায়ও ৫৮ শতাংশ স্বল্প শিক্ষিত শেতাঙ্গ নারীর পছন্দ ডোনাল্ড ট্রাম্প। ”অল ইন টুগেদার’ নামে একটি নিদর্লীয় বেসরকারী প্রতিষ্ঠানের জারিপে উঠে এসেছে এ তথ্য।

news24bd.tv

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে  হিলারী ক্লিনটন  শ্বেতাঙ্গ নারী পুরুষ উভয়েরই ভোট কম পেয়েছিলেন। বিশেষ করে শ্বেতাঙ্গ নারীদের মধ্যে ৫১ শতাংশ ভোট পেয়েছিলেন প্রতিদ্বন্ধি ডোনাল্ড ট্রাম্প। যা হিলারী ক্লিনটনের চেয়ে ৮ শতাংশ বেশি। এর আগে ২০১২ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা ৪২ শতাংশ শ্বেতাঙ্গ নারীর ভোট পেলেও পরাজিত রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেয়েছিলেন ৫৬ শতাংশ।

 


আরও পড়ুন: এক সময়ের ধনকুবের, এখন থাকেন ছোট ঘরে


এবার টোয়েন্টি টোয়েন্টি নির্বাচনেও শ্বেতাঙ্গ বিশেষ করে গ্রামীন স্বল্প শিক্ষিত নারীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশি জনপ্রিয়। সিভিক এডুকেশন অব উইমেন নামে বেসরকারী সংস্থা  ’অল ইন টুগেদার’ পরিচালিত জরিপে উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠানটির সিইও লরেন লিডার জানান, তারা সারা দেশের প্রায় সবগুলো স্টেইটে জরিপটি পরিচালিত করেন। সব ধরণের নারীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে জো বাইডেন।  

কেবল ব্যতিক্রম গ্রামীন স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গ নারীরা। তাদের অধিকাংশই মনে করেন ডোনাল্ড ট্রাম্প যোগ্য প্রার্থী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, করোনা ভাইরাস মোকাবিলা এবং স্কুল পুনরায় সচল করা-মূলত এই তিনটি বিষয়কে সামনে রেখে জারিপটি পরিচালিত হয়। কেবল শ্বেতাঙ্গ নারীরাই আস্থা রাখছেন ডোনাল্ড ট্রাম্পের উপর।

news24bd.tv

কলেজ পাশ করেননি এমন শ্বেতাঙ্গ নারীরা এবার বিপুল পরিমান ভোটার রেজিস্ট্রেশনও করেছেন। বিশেষ করে সুইং স্টেইটগুলোতে তাদের অনেক বেশি হতে পারে-এমনটাই মনে করছেন লরেন লিডার। আর যা ডেমোক্র্যাটদের জন্য উদ্বেগের কারণও হতেপারে।  

দেশের নারীরা সব সময়ই আইনশৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে নির্বাচনে প্রার্থী বাছাই করেন। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। কিন্ত কোন নারীরা ইলেক্ট্রোরাল কলেজ সিস্টেমকে প্রভাবিত করছেন-সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বলছিলেন অল ইন টুগেদার প্রতিষ্ঠানটির সিইও।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম