শারদীয় দূর্গাপূজার ক্ষণগণনা শুরু

নয়ন বিশ্বাস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ। পুরাণ মতে, এদিন দেবী দূর্গার আবির্ভাব ঘটে। এই দিন থেকেই শুরু দেবীপক্ষের। তবে এবার আশ্বিন মাস মল মাস হওয়ার কারণে দূর্গাপুজা শুরু হবে প্রায় এক মাস পর।

২২ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে ২৬ অক্টোবর মহাদশমী।

আজ ভোর থেকে রাজধানীসহ সারা দেশের পূজামন্ডপগুলোতে চন্ডিপাঠ ও পূজা-অর্চনার মাধ্যমে দুর্গা দেবীকে আহ্বান করা হয়।

news24bd.tv

শাস্ত্রমতে, এবছর দেবীর আগমন হবে দোলায়। দোলায় আগমনের অর্থ মড়ক।

ফলে পূজা বা তার পরবর্তী সময়েও মহামারি পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আর গমন গজে অর্থাৎ হাতিতে চড়ে। গজে চড়ে গমনের ফল শুভ হয়।

আরও পড়ুন: পালাতে গিয়ে কিশোরীর হাতে আটকা পুলিশ সদস্য

পঞ্জিকা অনুযায়ী মহালয়ার পরে শুরু হয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার করোনা ভাইরাসের কারণে ভিন্নভাবে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। সব অনুষ্ঠান হবে সীমিত আকারে এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর