মসজিদে বিস্ফোরণ নিয়ে তিতাসের তদন্ত প্রতিবেদনে যা আছে

মসজিদে বিস্ফোরণ নিয়ে তিতাসের তদন্ত প্রতিবেদনে যা আছে

নিজস্ব প্রতিবেদক

পাইপ লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জে মসজিদের ভেতরে গ্যাস জমে যায়। আর মুয়াজ্জিন বিদ্যুতের লাইন পরিবর্তনের সময় সুইচ টিপলেই তা থেকে ঘটে নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

টানা ৯ দিন অনুসন্ধান করে তিতাসের তদন্ত কমিটি এমনই তথ্য পেয়েছে।

আরও পড়ুন: 


‘নকল ও মানহীন গল্প’র কারণে চলচ্চিত্রের দুরাবস্থা


এ সংক্রান্ত প্রতিবেদন বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ে জমা দিয়েছে তিতাসের তদন্ত কমিটি।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশ আমলে নেওয়া হবে। গেল ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১ জন।

এখনো চিকিৎসাধীন ৫ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর