সোনার দাম ভড়িতে বাড়ল দুই হাজার টাকারও বেশি

সোনার দাম ভড়িতে বাড়ল দুই হাজার টাকারও বেশি

অনলাইন ডেস্ক

ভরিপ্রতি আরও ২ হাজার ৪৫০ টাকা বাড়ল সোনার দাম। এ নিয়ে চলতি বছর ১১ বার সোনার দাম পুনঃনির্ধারণ করা হলো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, নতুন দাম আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে বাজারে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৬ হাজার ৪৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা ও এক ভরি সনাতন সোনার দাম ঠিক করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।

আরও পড়ুন: করোনা উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

তবে এবারও রুপার দামের কোনো হেরফের করা হয়নি। প্রতিভরি রুপা বিক্রি হবে আগের দামেই; ৯৩৩ টাকা ভরি হিসেবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর