নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’

নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’

সুকন্যা আমীর

আর সবকিছুর মতোন থিয়েটার ভাবনাকেও পাল্টে দিয়েছে করোনাকাল। যার প্রতিফলন ঘটেছে নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’ এ। দর্শকদের চিন্তার জগতকে ছুঁতে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকার কথাই বলা হবে মঞ্চে।

মানুষ, সমাজ, সামাজিক অবক্ষয় কিংবা মূল্যবোধ এসব কিছু নিয়ে কথা বলতো থিয়েটার।

সেই সাথে ভাবাতো মানসিক এবং মানবিক বিষয়গুলোও। এই পরিধিটা যেনো আরেকটু বাড়িয়েই দিয়েছে মহামারী করোনা। তাইতো নিত্যনতুন ভাবনাগুলো যোগ হচ্ছে থিয়েটার পাতায়।

news24bd.tv

যেমন নাট্যদল প্রাচ্যনাট।

তাদের ভাবনার সাকোয় দুলছে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকা। কি পরিস্থিতি পার করছে তারা? গ্রামে ফেলে আসা তাদের পরিবারই বা কেমন আছে? এই ভাবনাগুলো তো তাদের একার নয়। সমাজেরও নিশ্চয়। তাইতো সমাজের দিকে ভাবনাগুলো ছুড়ে দিতে তারা বেঁধেছে নাটক, নাম দিয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড।


আরও পড়ুন: আবারো মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ


news24bd.tv

অভিনয় করার বাইরে নাটকটির প্রেক্ষাপট কতোটুকুই বা ভাবাচ্ছে নাট্যকর্মীদের।

শুক্রও শনিবার সন্ধ্যায় প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে হান্ড্রেড বাই হান্ড্রেড নাটকটি। তখন হয়তো রাষ্ট্রকেও ভাবাবে, যে জীবন ও জীবিকা বেঁচে থাকতে হলে মানুষের মানুষকে প্রয়োজন। প্রয়োজন মানবিকতার দৃষ্টি, এমনটাই মনে করছেন নির্দেশক সাইফুল জার্নাল।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর