‘পাটশিল্প টিকিয়ে রাখতে বিজিএমসি বন্ধ করুন’

স্মরণীকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘পাটশিল্প টিকিয়ে রাখতে বিজিএমসি বন্ধ করুন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাটশিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশ জুট মিল করপোরেশন বিজিএমসিকে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে প্রকাশিত ‘প্রয়াস’ নামের একটি স্মরণীকার মোড়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই পরামর্শ দেন।

‘অর্থ মন্ত্রণালয়ের কারণে পাট শিল্প এগিয়ে যাচ্ছে না’ সম্প্রতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, অর্থমন্ত্রণালয়ের কারণে পাটশিল্প এগিয়ে যাচ্ছে না, এটা তার ব্যক্তিগত মতামত। তবে পাট টিকিয়ে রাখতে বিজিএমসিকে বিলুপ্ত করে মন্ত্রণালয়ে পাটের জন্য একটি আলাদা সেল গঠনের পরমর্শ দিয়েছেন তিনি।

পাশাপাশি পাটকে এগিয়ে নিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সুযোগ বাড়ানোর কথা বলেন অর্থমন্ত্রী।

সম্পর্কিত খবর