কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার উপরে

কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার উপরে

হুমায়ন কবির সুর্য্য, কুড়িগ্রাম

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। শুক্রবার সকালে ধরলা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে গিয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে জেলার চর রাজপুর, চর গোকুন্ডা, চর কালমাটি, চর ফলিমারী, ইশোরকোল, পূর্ব ইচলী ,রুদ্রেশ্বর, চর ভোটমারী, চর ডাউয়াবাড়ি, সিন্দুনা,গড্ডিমারী, সানিয়াযান, কুলাঘাট, খুনিয়াগাছ, মোগলহাট এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে।

ভাঙন দেখা দিয়েছে এলাকাগুলোতে।


আরও পড়ুন: ছয় ব্যাংকের সঙ্গে ৭০০ কোটি টাকার সিন্ডিকেট ঋণচুক্তি


এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে শাক সবজিসহ বিভিন্ন ফসলের। এতে করে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। দফায় দফায় এমন বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ