কারওয়ান বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কারওয়ান বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান চালানো হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আরেফিনের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযান শুরু হলে পাইকারি বাজারের অনেক পেঁয়াজ বিক্রেতা দোকান বন্ধ করে চলে যান।

খোলা থাকা দোকানগুলোতে ঘুরে ঘুরে পেঁয়াজের চালানের রশিদ দেখতে চান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।   এ সময়  বেশিরভাগ বিক্রেতাই জানিয়েছেন আমদানিকারকদের কারসাজিতেই পেঁয়াজের এমন দামবৃদ্ধি। পরে কাউকে জরিমানা না করেই অভিযান শেষ করা হয়।


আরও পড়ুন: সোনার দাম ভড়িতে বাড়ল দুই হাজার টাকারও বেশি


এ সময়, ক্রেতারা অধিক আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে পেঁয়াজ কিনছেন বলে সংকট সৃষ্টির অভিযোগ করেন ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক।

পেঁয়াজ আমদানি ও বিপণনের প্রতিটি স্তরেই মনিটরিং করা হচ্ছে জানিয়ে দ্রুতই বাজার নিয়ন্ত্রণে আসবে এমন আশার কথাও শোনান তিনি।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ