দখল দূষণে মরতে বসেছে যশোরের ভৈরব নদী

দখল দূষণে মরতে বসেছে যশোরের ভৈরব নদী

রিপন হোসেন, যশোর

দখল আর দূষণে অস্থিত্ব হারাতে বসেছে যশোরের ভৈরব নদ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় অবৈধ দখরদাররা এ নদের দুই তীর দখল করে গড়ে তুলেছেন গুদাম কারখানাসহ বহু স্থাপনা।  

আবার কার্গোতে পণ্য ওঠা নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। ফলে নদের গতিপথ পরিবর্তন হচ্ছে।

তবে নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানালেন নওয়াপাড়া নৌ-বন্দর কর্তৃপক্ষ।

news24bd.tv

দখল ও দূষণের কবলে এক সময় প্রমত্তা ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ নদের দু’তীর দখল করে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে গুদাম কারখানাসহ বহু স্থাপনা। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে।

এতে নদের গতিপথও পরিবর্তন হয়েছে।


আরও পড়ুন: চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে ৫৭ হাজার মেট্রিকটন পেঁয়াজ আসছে


এ নদ রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা ।   

নওয়াপাড়া নৌ-বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, দ্রুত নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।   

ভৈরব নদ অস্তিত্ব রক্ষায় প্রশাসন  দ্রুত কার্যকর  পদক্ষেপ নেবে এমন  প্রত্যাশা  এলাকাবাসীর ।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ