ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক মডেল অ্যামি ডরিস অভিযোগ করেন, ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে গিয়ে ট্রাম্পের যৌন হেনস্থার শিকার হন তিনি। তবে বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।  

news24bd.tv

এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছিল।

এদিকে উইসকনসিনে নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প, করোনা মহামারী মোকাবিলায় কৃষকদের জন্য এক হাজার তিনশো কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।  

আরও পড়ুন: 


দুই দলের জোর প্রচারণা


অন্যদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।  

news24bd.tv

বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি চিকিৎসকদের বিশ্বাস করতে মার্কিনীদের আহ্বান জানিয়েছেন, ট্রাম্পকে নয়। তিনি বলেন, ভ্যাকসিন আসলেই সব স্বাভাবিক হয়ে যাবে, বিষয়টি মোটেও অতটো সহজ নয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল