‘‌মেঘনার ভাঙন রোধে ৩২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার’

‘‌মেঘনার ভাঙন রোধে ৩২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার’

সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী বর্ষা আসার আগেই দুই উপজেলার ৩১ কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং ও তীর রক্ষা বাঁধের কাজ শুরু হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে  এসে কমলনগরের লুধুয়া বাজার এলাকায় এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ।

বহুকাল থেকে নদী ভাঙ্গণ চলে আসছে, তড়িগড়ি করে নদী ভাঙন রোধ সম্ভব নয়। ধৈর্য ধারণ করতে হবে।  

সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, নদী শাসনে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।

করোনা ভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ধীরগতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।


আরও পড়ুন: শেরপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩


পথসভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন মাষ্টারের সভাপতিত্বে আরো ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,  লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম