বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সিআইডির জালে আটক প্রতারক চক্র

বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মৌ খন্দকার

অফার দেখে মনে হবে রাজত্ব ও রাজকন্যা একই সঙ্গে মিলবে। ব্যবসার দায়িত্ব ও বিয়ে, কিংবা বিদেশে কাজ দেওয়া ও বিয়ের মতো প্রস্তাব দিয়ে শেষ মেষ সর্বস্ব হাতিয়ে নেওয়ার ঘটনা গত ১১ বছর ধরে  রাজধানীতে চালিয়ে আসছিল একটি চক্র। এবার তাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি।    

আরও পড়ুন:    


কুমিল্লাগামী বাসে দরজা-জানালা বন্ধ করে তরুণীকে ধর্ষণ!


প্রতারণার শুরু হয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে।

পাত্র চাই বয়ষ্ক, হুজুর, বা ডিভোর্সি, তবে হতে হবে সৎ, দায়িত্ব নিতে হবে কানাডা, আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের। দেয়া হবে সিটিজেনশিপ। বিজ্ঞাপনের ভাষার পরতে পরতে দেওয়া হয় লোভনীয় নানা টোপ।    

ফাঁদে পা দেয় অনেকেই।

ইউরোপের সিটিজেনশিপের সঙ্গে মিলবে রাজকন্যা, এমন স্বপ্নও দেখতে শুরু করেন তারা।  

তবে শেষ রক্ষা হলো না এই প্রতারক চক্রের। প্রতারকচক্রের মূল হোতা সাদিয়া জাহান গ্রেপ্তার হলো সিআইডির জালে।  
 news24bd.tv

সিআইডির অতিরিক্ত ডিআইজি  শেখ রেজাউল হায়দার জানিয়েছেন আটক সাদিয়া জাহান দীর্ঘ ১১ বছর ধরে মানুষের সঙ্গে এমন প্রতারণা করে আসছিলো। এরিমধ্যে চক্রটি হাতিয়ে নিয়েছে ২৫ কোটি টাকারও বেশি। জব্দ করা হয়েছে বিপুল পরিমানে সিমকার্ড ব্যাংকের চেক সহ নানা সরঞ্জামাদি।  

আরও পড়ুন:


ভিডিও কলে কথা বলে কিশোরীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী


পত্রিকা বা অনলাইনে এমন বিজ্ঞাপন দিয়ে যেনো আর কেউ প্রতারণা করতে না পারে সেজন্য নজরদারী বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে সিআইডি। তবে এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহবানও তাদের।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল