করোনা পরিস্থিতির উন্নতি নেই ভারতে

করোনা পরিস্থিতির উন্নতি নেই ভারতে

নিবিড় আমীন

করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৩ লাখ ১৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এতে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেলো ৩ কোটি ৩ লাখ ৪২ হাজার। দৈনিক শনাক্ত ও মৃত্যুতে এখনও শীর্ষে রয়েছে ভারত।  

news24bd.tv

এদিকে, ইউরোপে করোনা সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আর বৃহস্পতিবার থেকে স্বেচ্ছাসেবীদের দেহে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়া।  

আরও পড়ুন:


গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-আক্রান্তের খবর


করোনা পরিস্থিতিতে কোনো উন্নতির দেখা পাচ্ছে না ভারত। দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা অব্যাহত রয়েছে দেশটিতে। যুক্তরাষ্টে ৪৫ হাজার ৮৩৮ ও ব্রাজিলে ৩৫ হাজার ৭৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

সংক্রমণের উর্ধগতির কারণে শিগগির মহামারী মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে কানাডা, এমনটাই আশংকা করেছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা।  

news24bd.tv

এদিকে, ইউরোপ মহাদেশে কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে ফ্রান্স ও জার্মানি।

আরও পড়ুন:


নিষেধাজ্ঞার পরও পেঁয়াজের দাম কমেনি ভারতের বাজারে


অন্যদিকে, রাশিয়ার মস্কোর ক্লিনিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্বেচ্ছাসেবীদের দেহে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রয়োগ। দুই দফায় পরিচালিত হচ্ছে টিকাদান কর্মসূচি। তিন সপ্তাহে ভ্যাকসিনের দুটি ডোজ পাবেন স্বেচ্ছাসেবীরা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল