একদিকে শান্তি আলোচনা অন্যদিকে লড়াই

একদিকে শান্তি আলোচনা অন্যদিকে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই বুধবার আফানিস্তানের নাঙ্গাহার প্রদেশে দুই পক্ষের লড়াইয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। তালেবানরা কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে ওই লড়াই শুরু হয় বলে বৃহস্পতিবার দাবি করছেন নাঙ্গাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি।

আরও পড়ুন:


তাইওয়ান প্রনালীর কাছে চীনের সামরিক মহড়া


তিনি জানান, হেরাসাকে লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং খোজিয়ানি জেলায় আটজন সরকার সমর্থক যোদ্ধা প্রাণ হারিয়েছেন। এছাড়াও এসব লড়াইয়ে তালেবানদের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য আসেনি তালেবানদের পক্ষ থেকে।  

দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে আফগানিস্তানে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির নির্বাচিত সরকারের সঙ্গে গেল শনিবার থেকে মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে তালেবান।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল