বাফুফেতে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ

বাফুফেতে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ

মাহফুজুল ইসলাম

নির্বাচনী আমেজের মাঝে মৌসুমের সম্ভাব্য সময় ও গাইডলাইন সম্পর্কে ধারণা দেওয়ায় স্বস্তি ফিরেছে ফুটবলারদের মাঝে। দীর্ঘদিন পর মাঠে ফুটবল ফেরার খবরে খুশি ক্লাব কর্তারা।  

তবে ফুটবলারদের দাবি, তাদের পারিশ্রমিক যেন কম  কাঁটছাঁট  করা হয়। নির্বাচনের পর নতুন কমিটি জমজমাট এক ফুটবল লিগ উপহার দিতে পারবে বলে আশাবাদী সকলে।

 

আরও পড়ুন:


বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ হবে কি না!


বাফুফেতে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ। এই আমেজ শুরুর আগে লিগের ভবিষ্যত নির্ধারণে দুই দফায় ক্লাব ও ফুটবলারদের সঙ্গে বসেছিলো লিগ কমিটি।

সেসব বৈঠকের পর বেশ কিছুদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলো কর্তারা। তবে গত বৃহস্পতিবার লিগ কমিটির সভা শেষে জানানো হয়, চলতি বছরই মৌসুম শুরুর পরিকল্পনা নিয়েছেন তারা।

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্লাবকর্তা ও ফুটবলাররা।

তবে ফুটবলারদের চাওয়া নতুন মৌসুমে পারিশ্রমিকের যে ২৫ শতাংশ পরিশোধের প্রস্তাব দেয়া হয়েছে, তা আবারো ভেবে দেখা হোক।  

চলতি বছর ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা করেছে বাফুফের। তবে,নতুন মৌসুম বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাফুফের পরবর্তী নির্বাচিত কমিটি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল