সাত ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

সাত ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর

দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: চেষ্টা থাকবে সীমান্তে হত্যা শূণ্যের কোটায় নিয়ে আসার: বিএসএফ ডিজি


খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় সাত ঘণ্টা পর মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলতে সক্ষম হন।

পরে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রাত দেড়টার দিকে মৌচাক স্টেশন এলাকায় রেল গেটের কাছে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এসময় প্রায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে জয়দেবপুর থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি লাইনে তুললে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


নিউজ টোয়েন্টিফোর/নাজিম