অর্থনীতি পুনরুদ্ধারে বাইডেনের চেয়ে ট্রাম্পের প্রতি আমেরিকানদের আস্থা বেশি

অর্থনীতি পুনরুদ্ধারে বাইডেনের চেয়ে ট্রাম্পের প্রতি আমেরিকানদের আস্থা বেশি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থাকে পুনরুদ্ধারে জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর আমেরিকানদের আস্থা বেশি। আগামী ৩ নভেম্বর নির্বাচনে আমেরিকানরা ভোটের সিদ্ধান্ত নেবেন চলমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে।  

যে প্রার্থীকে তারা সত্যিকার অর্থেই যোগ্য মনে করবেন তার পাল্লাই ভারী হবে। নিউজউইক/রেডফিল্ড এবং উইল্টন স্ট্র্যাটেজি পরিচালিত সর্বশেষ এক জরিপে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ভোটারের ৩৩% বলেছেন এমন কথা।

অর্থাৎ গত সাড়ে ৩ বছরের কর্মকাণ্ড এখন আর তেমন প্রাধান্য পাবে না। চলমান পরিস্থিতির আলোকেই তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।  

শুক্রবার প্রকাশিত এ জরিপে অংশ গ্রহণকারীরা সামনের নিশ্চিত দুর্দিন কাটিয়ে উঠতে যিনি সক্ষম হবেন বলে মনে করবেন তাকেই বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন। উল্লেখ্য, করোনা মহামারিতে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

লকডাউন শিথিল করায় সমাজ-জীবন ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। তবে এখনও অনেকেই ভীত রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে। করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাজারে না আসায় উদ্বেগ-উৎকণ্ঠাও অব্যাহত থাকবে। প্রায় দুই কোটি আমেরিকান এখনও বেকার।  


আরও পড়ুন: প্রেমিকাকে হত্যা করে মাংস খেয়েছে মার্কিন যুবক!


জরিপে অংশগ্রহণকারীদের ২৩% বলেছেন যে, চিকিৎসা-ব্যবস্থাকে তারা ভোটাধিকার প্রদানের দ্বিতীয় শীর্ষে রেখেছেন। ট্রাম্প নাকি, বাইডেন এ ক্ষেত্রে অধিকতর যোগ্য, সেটি তারা বিবেচনা করবেন ব্যালটে। এ মুহূর্তে তারা গভীরভাবে পর্যবেক্ষণের পর অনুমান করছেন যে, অর্থনীতিকে পুনরুদ্ধারে বাইডেনের চেয়ে ট্রাম্পের প্রতি আস্থা রাখা যায় বেশি।  

পররাষ্ট্র নীতি, শিক্ষা সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্যুকে ততটা গুরুত্ব দিচ্ছেন না প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।

জরিপে অংশগ্রহণকারীদের ৫০% এর বেশি ট্রাম্পকে যোগ্য বলে মনে করছেন অর্থনীতি ঘুরে দাঁড়াতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণের ব্যাপারে। বাইডেনকে এ ক্ষেত্রে যোগ্য ভেবেছেন ৪২%।  

জরিপে অংশগ্রহণকারীদের ৮% উভয় সংকটে রয়েছেন অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যোগ্য প্রার্থীর ব্যাপারে। করোনা পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় বাইডেন ছিলেন যোগ্য, এমন অভিমত পোষণ করেছেন ৪৩%। মাত্র ৩২% ট্রাম্পের নেতৃত্বকে সঠিক বলে উল্লেখ করেন।  

নিউজ টোয়েন্টিফোর/নাজিম