মোহনগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মোহনগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মোহনগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-যুবলীগ নেতা জাকির হোসেন (৩২), মিলন আকন্দ (৪৫), মেহেদী হাসান মিঠু (১৬), বদিউল আলম শাহীন (৪০) ও সুজন মিয়া (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের এই বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দোকানপাঠ, বাসাবাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেযর লতিফুর রহমান রতন জানান, সন্ধ্যায় শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের পরিচিতি সভা ছিল পৌর পাবলিক হল মিলনায়তনে। এটিতে আমাকে অতিথি করা হয়।

এটি নিয়ে ওই গ্রুপের মধ্যে হয়তো ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুরা এখানে অনুষ্ঠান শেষ করে পাশের ছোট অফিসটিতে গিয়ে বসতেই ওই গ্রুপ এসে ঝগড়া বাধায়। একপর্যায়ে হামলাও চালায়।  


আরও পড়ুন: স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করেছে ভারতে আটকেপড়া পেঁয়াজের ট্রাক


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল বলেন, মেয়রের গ্রুপের লোকজনই ঝগড়া বাধিয়ে প্রথমে হামলা চালায়। এতে আমাদের যুবলীগ নেতাসহ চারজনকে আহত করে। সেইসাথে নেতাকর্মীদের বাড়িতেও গিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। পরবর্তী সময়ে তারা বাজারেও হামলা চালিয়ে ১০টিরও বেশি দোকানপাঠ ভাঙচুর করেছে। এসময় ৫টি মোটরসাইকেলও ভাঙচুর হয়।  

এদিকে, আহত যুবলীগ নেতা জাকির হোসেনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহে রেফার্ড করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজ টোয়েন্টিফোর/নাজিম