এখনো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার

এখনো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক

এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার। তবে কিছুটা হলে ঝাঁজ কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে পেয়াজের দাম কমেছে কেজি প্রতি ১০ টাকা।

শনিবার কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০ টাকায় আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।

আড়ৎদাররা বলছেন, বন্দরে আটকে থাকা ট্রাক ছাড়া পাওয়ায় বাজার কিছুটা কমেছে।  


আরও পড়ুন: সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে


এছাড়া দেশি পেঁয়াজের সরবরাহও বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এখনো নাগালের বাইরে পেয়াজের দাম। শনিবার কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর ও বাণিজ্য মন্তনালয়ের একটি মনিটরিং টিম।

দামের অসংগতি থাকায় জরিমানা করা হয় ৪ টি দোকানে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম