দুই বছরে মেয়র লিটন, প্রতিশ্রুত কর্মসংস্থানের সুযোগ আটকা পড়েছে করোনায়

দুই বছরে মেয়র লিটন, প্রতিশ্রুত কর্মসংস্থানের সুযোগ আটকা পড়েছে করোনায়

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার দুই বছর হতে চললো এএইচএম খায়রুজ্জামান লিটনের। এই সময়ে তার নেয়া দৃশ্যমান একাধিক প্রকল্প দৃষ্টি কাড়ছে নগরবাসীর। তবে প্রতিশ্রুত কর্মসংস্থানের সুযোগ এখনো আটকা পড়েছে করোনায়। তাই, পরিকল্পনা পরিবর্তনের পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের।

প্রশস্ত সড়ক, উড়াল সেতু, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন-এখন দৃশ্যমান। গত দুই বছরে নগরীতে নেয়া প্রকল্পগুলো দৃষ্টিতে পড়ছে। উন্নয়ন প্রকল্পে বরাদ্দ মিলেছে আরো তিন হাজার কোটি টাকা। যার কাজ শুরু হবে-এ বছরই।

দুই বছর আগে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। কিন্তু দুই বছরে তার কাজ এগিয়েছে সামান্যই। করোনা আরো পিছিয়ে দিয়েছে সেই উদ্যোগ।


আরও পড়ুন: কুড়িগ্রামের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর বেহাল দশা


নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি মেয়রের জন্য চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।

মেয়র বলছেন, সরকারিভাবে নেয়া দুটি বড় প্রকল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। করোনার কারণে তার নেয়া অনেক উদ্যোগই এখন থমকে আছে।

তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এখনই মেয়রকে কাজের অগ্রাধিকার তালিকা তৈরির পরামর্শ বিশ্লেষকদের।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম