যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিক টক ও উই চ্যাট, বিরোধীতা চীনের

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিক টক ও উই চ্যাট, বিরোধীতা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং ও ম্যাসেজিং অ্যাপস টিক টক ও উই চ্যাট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তের হস্তক্ষেপ না করলে, রোববার থেকেই কার্যকর হচ্ছে এ নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, মার্কিনীরা কোন প্ল্যাটফর্মের কোনও অ্যাপ স্টোর থেকেই আর নিষিদ্ধ অ্যাপসগুলো ডাউনলোড দিতে পারবেন না। বাণিজ্য যুদ্ধ, করোনা ভাইরাসের উদ্ভবসহ নানা বিরোধের জের ধরে চীনা অ্যাপ টিক টক ও উই চ্যাট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

তার দাবি, টিকটক ও উই চ্যাট যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকি। যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চীনের কাছে চলে যেতে পারে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার কমেছে

তবে চীনের দাবি, এ নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবিসি জানিয়েছে, উই চ্যাট রোববার থেকে কার্যত পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে এবং টিক টক নিষিদ্ধে হলেও ১২ নভেম্বর পর্যন্ত এর মৌলিক কার্যক্রম চলবে।

এর মধ্যেই বাইটড্যান্স ও ওরাকলকে চুক্তিতে সম্মত হতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর