এ বছরই করোনার দুই কোটি ডোজ তৈরি করবে যুক্তরাষ্ট্র

এ বছরই করোনার দুই কোটি ডোজ তৈরি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরেই করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের দুই কোটি ডোজ তৈরির করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। আর ২০২১ সালের মধ্যে ৫০ কোটি থেকে ১শ কোটি ডোজ টিকা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।

যুক্তরাষ্ট্রকে সবার আগে ১০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করে রেখেছে মডার্না। এর বাইরে ইউরোপীয় ইউনিয়নে টিকা সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা।

মডার্নার পক্ষ থেকে জরুরি অনুমোদন পাওয়ার জন্য প্রচেষ্টার কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানে সন্তানের জাতীয় পরিচয়পত্রে থাকছে মায়ের নাম

তাদের টিকা যদি কমপক্ষে ৭০ শতাংশ কার্যকর হয়, তবে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের ওপর জরুরি ভিত্তিতে প্রয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে  বিশ্বের ২শ ৩৪ কোটি মানুষের ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর