মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ, রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া। (আবু দাউদ, হাদিস : ৪৬৫) ডান পা দিয়ে প্রবেশ করা। ইতিকাফের নিয়তে প্রবেশ করা। অজু অবস্থায় মসজিদে প্রবেশ করা। কাঁচা পেঁয়াজ-রসুন, বিড়ি-সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা। মসজিদে ধীর-স্থিরতার সঙ্গে গমন করা উচিত, তাড়াহুড়া করে দৌড়ে যাওয়া ঠিক নয়।(বুখারি, হাদিস : ৬০৯) মসজিদে প্রবেশকারী দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা। কারণ মসজিদ নিছক ইবাদতের জায়গা। সর্বদা মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। (আবু দাউদ, হাদিস : ৪৬১) মসজিদে যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ। (বুখারি, হাদিস : ৪১৫) মসজিদে কাউকে উচ্চৈঃস্বরে ডাকাডাকি না করা। প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা। মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া। এ ক্ষেত্রে...
মসজিদের অবস্থানের আদব
অনলাইন ডেস্ক

আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহ যাদের ভালোবাসেন না
মুফতি ওমর বিন নাছির

কিছু গুণ বা গুণের অধিকারী মানুষকে মহান আল্লাহ ভালোবাসেন। আবার এমন কিছু গুণ আছে, যেসব গুণের মানুষকে আল্লাহ ভালোবাসেন না। উভয় শ্রেণীর মানুষের বিষয়ে পবিত্র কোরআনে বর্ণনা আছে। নিম্নে এ বিষয়ে পবিত্র কোরআনের আয়াতগুলো সংকলন করা হলো ১. নিশ্চয়ই আল্লাহ সত্কর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারা, আয়াত : ১৯৫) ২. নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। (সুরা : বাকারা , আয়াত : ২২২) ৩. আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬) ৪. আল্লাহ মহত্কর্মীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪) ৫. আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬) ৬. আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮) ৭. আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯) ৮. আল্লাহ সদাচরণকারীদের...
আদব রক্ষার শর্তে মসজিদে সাময়িক বিশ্রামের অবকাশ আছে
মুফতী শামছুদ্দোহা আশরাফী
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি গরমের তীব্রতার কারণে ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে যেন মসজিদগুলো ও তার অজুখানা খোলা রাখা হয়। যাতে মানুষজন সেখানে আশ্রয় ও বিশ্রাম নিতে পারে। প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এমনকি করার অবকাশ আছে কি? এক কথায় উত্তর হলো, একান্ত প্রয়োজনে বিশেষ শর্ত রক্ষা করে মসজিদে আশ্রয় গ্রহণ ও বিশ্রামের অবকাশ আছে। মনে রাখতে হবে, মসজিদের প্রধান উদ্দেশ্য আল্লাহর ইবাদত-বন্দেগি করা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। (সুরা জিন, আয়াত : ১৮) এই আয়াত দ্বারা বোঝা যায়, মসজিদের উদ্দেশ্য আল্লাহর ইবাদত। সুতরাং মসজিদে ইবাদতের পরিবেশ রক্ষা করা অপরিহার্য। যেহেতু মসজিদ নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য নির্ধারিত। তাই ইবাদত ও ইবাদত সংশ্লিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজে তা ব্যবহার করা অনুচিত। তবে হ্যাঁ...
স্তন্যদান বিষয়ে ইসলামের বিধান
শরিফ আহমাদ
নিজস্ব প্রতিবেদক

সন্তান জন্মদানের পর একজন মায়ের প্রধান দায়িত্ব তাকে দুধ পান করানো। সন্তানের পরিপূর্ণ বিকাশে মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। এর মাধ্যমে মা-সন্তান উভয়ের সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়। দুধপান করানোর মেয়াদ বিশুদ্ধ মত অনুযায়ী, সন্তানকে চান্দ্র মাসের হিসেবে দুই বছর পর্যন্ত বুকের দুধপান করাতে হয়। দুই বছরের পর দুধপান করানো জায়েজ নয়। কোরআনে বর্ণিত হয়েছে, মাতারা নিজেদের বাচ্চাদের পূর্ণ দুবছর স্তন্যদান করবে, যদি দুধ খাওয়ার মেয়াদ সমাপ্ত করতে চায়। (সুরা বাকারা, আয়াত : ২৩৩) আল্লাহ তাআলা আরো বলেন, আর আমি মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার ও তোমার বাবা-মায়ের শুকরিয়া আদায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত