ট্রাম্পকে পাঠানো চিঠিতে রাইসিন নামক বিষাক্ত পদার্থ শনাক্ত

ট্রাম্পকে পাঠানো চিঠিতে রাইসিন নামক বিষাক্ত পদার্থ শনাক্ত

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে বিষ মেশানো ছিল। এতে রাইসিন নামক একটি মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই এটি জব্দ করা হয়।

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

 

খবরে বলা হয়, হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনও চিঠি সেখানে পৌঁছানোর আগে পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানেই বিষয়টি ধরা পড়ে।

খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক একটি মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল। ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই তৈরি এই রাইসিন বিষ।


আরও পড়ুন: তিন জ্যেষ্ঠ শিক্ষকের কাঁধে হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব


বিবিসি জানায়, ওই প্যাকেটটি পরপর দু’বার পরীক্ষা করা হয়। দু’বারই বিষাক্ত রিচিনের উপস্থিতি টের নিশ্চিত হন নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পের নামে এই প্যাকেটটি এসেছে কানাডা থেকে। তবে কে পাঠিয়েছে এবং নিরাপত্তা ভেদ করে কীভাবেই বা হোয়াইট হাউজে তা ঢুকল এসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস।

তাদের পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে। কানাডার জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ম্যারি-লিজ পাওয়ার জানিয়েছেন এই ঘটনা উদঘাটনে তারা মার্কিন সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। তবে তদন্তের আগে এ বিষয়ে তারা আর কোনও কথা বলতে রাজি নয়।

এই ঘটনার পর হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো সকল পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কোনও পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হোয়াইট হাউজে ঢুকবে না।

পাশাপাশি একই ধরনের অন্যান্য প্যাকেটগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম