ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।  

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আলআমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)।

জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দগ্ধ আল-আমিন বলেন, রাতে তারা নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান।

তখন গলিত লোহা তার ওপর পড়তে থাকে।


আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প


তিনি বলেন, ‘আমরা সবসময় যেভাবে কাজ করি, সেভাবে রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো আমি বলতে পারছি না। ’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আলআমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম