যশোরে তৈরি হচ্ছে বিভিন্ন মেশিন, রপ্তানি হচ্ছে ভারতেও

যশোরে তৈরি হচ্ছে বিভিন্ন মেশিন, রপ্তানি হচ্ছে ভারতেও

রিপন হোসেন, যশোর

বর্তমানে যশোরে তৈরি হচ্ছে স্টোন মিনি ক্রাশার, ইট ও পাথরভাঙা মেশিন, ইস্পলার, প্রেসার পুলি সহ বিভিন্ন যন্ত্র। এইসব মেশিনের মান ভাল হওয়ায় দেশের চাহিদা মেটানোর পর ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানী করা হচ্ছে।

এতে কর্মসংস্থানও হয়েছে অনেকের। তবে সরকারি পৃষ্টপোষকতা পেলে এদেশের অর্থনীতিতে এ শিল্প গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

news24bd.tv

গাড়ির পার্টস, ডাকটাইল স্টিল, পাথর ও ইট ভাঙা মেশিন, শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামালসহ অনেক কিছুই ও এখন যশোরে  তৈরি  হচ্ছে। এ সব কিছুই আগে ছিল আমদানি নির্ভর।

এখানকার তৈরি গাড়ির পার্টস ব্যবহার করছেন ব্যবসায়ীরা। একইসাথে ইট ও পাথরভাঙা মেশিন ভারতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন উদ্যোক্তারা।

news24bd.tv

ভুটান ও পূর্ব তিমুরেও এইসব যন্ত্র রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান লাইট অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বাবু।


আরও পড়ুন: উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের নগরকান্দা পৌরসভায়


নিজেদের হাতের তৈরি মেশিন বিদেশ যাওয়ায় খুশি শ্রমিকরা। তবে আরো ভালো মানের মেশিন তৈরিতে উন্নত প্রশিক্ষণের দাবি তাদের।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহাজ, রেল ও বিদুৎ প্লান্টে ব্যবহৃত অনেক যন্ত্রই এদেশে  তৈরি করা সম্ভব বলে মনে করেন অনেকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক