নওগাঁয় মাল্টা চাষে সফলতা

নওগাঁয় মাল্টা চাষে সফলতা

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁর পোরশার বরেন্দ্র  ভূমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন ওবায়দুল্লাহ শাহ নামে এক চাষী। প্রতি বছর তাঁর উৎপাদিত মাল্টা থেকে আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে।

news24bd.tv

অল্প সময়  ও খরচে লাভ বেশি হওয়ায় এলাকার অনেকে চাষিই এখন আগ্রহী হয়ে উঠেছেন মাল্টা চাষে। নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৌখিন চাষী ওবায়দুল্লাহ শাহ তাঁর ১৮ বিঘা জমিতে গড়ে তোলেন মাল্টা বাগান।

news24bd.tv

প্রথম বছর প্রতি গাছে কম মাল্টা ধরলেও এ বছর প্রতি গাছে কমপক্ষে ৪০ থেকে ৫০ কেজি করে মাল্টা ধরেছে। যা বিক্রি করে  ৪০ থেকে ৫০ লাখ টাকা লাভের আশা তার।

news24bd.tv

ওবায়দুল্লাহ শাহের মাল্টা বাগানে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। আবার তার সফলতা এবং আর্থিক লাভ দেখে অন্যান্য চাষিরাও এখন মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

news24bd.tv

নওগাঁর বরেন্দ্র অধ্যুষিত উঁচু জমি মাল্টা চাষে উপযোগী জানিয়ে বিভিন্ন পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা মো. মাহফুজ আলম।


আরও পড়ুন: যশোরে তৈরি হচ্ছে বিভিন্ন মেশিন, রপ্তানি হচ্ছে ভারতেও


কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে উদ্ভাবিত মালটা চাষে চাষিদের ভাগ্য ফেরানো সম্ভব বলেও জানালেন কৃষি কর্মকর্তা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক