‌‘চু‌রির দা‌য়ে চাকরিচ্যুত’ হওয়ায় ইউএনও ওয়াহিদার উপর হামলা

‌‘চু‌রির দা‌য়ে চাকরিচ্যুত’ হওয়ায় ইউএনও ওয়াহিদার উপর হামলা

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর

দিনাজপু‌রের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার দায় স্বীকার ক‌রে‌ছেন আসামি র‌বিউল উসলাম। মোট ৯ দি‌নের রিমান্ড শে‌ষে আসামি রবিউল ইসলামকে আজ রোববার সকাল ১০ টায় কড়া পুলিশি নিরাপত্তায় চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির করা হয়। প‌রে তিনি আদাল‌তের কা‌ছে হামলা দায় স্বীকার ক‌রেন।

জবানবন্দি শে‌ষে বিকেল সা‌রে তিনটায় ব‌হিস্কৃত মালী র‌বিউল‌কে আদালত থে‌কে বের করা হয়।

আরও পড়ুন: বড় বোনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছোট বোনকে খুন!

এসময় মামলার আইও ডি‌বি পু‌লি‌শের ও‌সি ইমাম জাফর জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের কা‌ছে আসা‌মি র‌বিউল ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানবন্দি দেয় এবং বিজ্ঞ আদালত তাকে কারাগা‌রে পাঠান। তিনি চু‌রির দা‌য়ে চাকরিচ্যুত হওয়া‌কে কেন্দ্র ক‌রে ক্ষে‌া‌ভের ব‌সে এই  হামলা ক‌রে‌ন। হামলা‌টি সে একাই ক‌রে‌ছে ব‌লে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

আরও পড়ুন: লঞ্চের কেবিনে ধর্ষণ-হত্যার শিকার নারীর পরিচয় মিলেছে

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর