আওয়ামী লীগের সব কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

তৌফিক মাহমুদ মুন্না

এবার জেলা উপজেলাসহ আওয়ামী লীগের কমিটি, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।

অনুপ্রবেশকারীদের দলে প্রবেশের ব্যাপারেও সবোর্চ্চ সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশের ব্যতয় ঘটলে কমিটি বিলুপ্ত সহ কঠোর শাস্তির হুঁশিয়ারী দিয়েছেণ দলীয় প্রধান।

মহামারী করোনা সংকটের মধ্যে দলের সংসদীয় বোর্ডের সভার পর এই প্রথম দলের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয় গণভবনে।

সভায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:


তারের জালে রাজধানী, দ্রুত সরানোর নির্দেশ


সভায় আলোচনা হয় জেলা উপজেলা কমিটি নিয়ে । দলীয় প্রধান স্পষ্ট বলেন, নিজের লোক কমিটিতে থাকলে অনুমোদন পাবেনা সে কমিটি। এমনটাই জানালেন দলের এই প্রেসিডিয়াম সদস্য।

তৃণমূলকে ঢেলে সাজাতে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যেখানে বিভাগীয় দায়িত্ব পালন করবেন একজন প্রেসিডিয়াম সদস্য।

এদিকে কেন্দ্রের এমন সিদ্ধানে পূর্ণাঙ্গ কমিটি করতে নড়েচড়ে বসেছে বিভিন্ন জেলা সভাপতি সাধারণ সম্পাদকরা।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি নির্দেশনা অনুযায়ী ত্যাগীদের কমিটিতে আনা এবং অনুপ্রবেশকারীদের দলে না ভিড়াতে সদা তৎপর তারা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল