চালের দাম না বাড়লেও

বর্ধিত মূল্যে চাল কিনে হতাশ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে ক্রেতাদের জন্য সুখবর নেই চালের বাজারেও। গত এক সপ্তাহে পাইকারী বাজারে চালের দাম না বাড়লেও আগের বর্ধিত মূল্যে চাল কিনে হতাশ ক্রেতারা। তারা বলছেন পেঁয়াজের মত চালের বাজারেও বাড়তি নজরদারি দরকার। তা না হলে দুর্মূল্যের বাজারে জীবন ধারন করা কঠিন হবে সাধারন মানুষের।

 

রাজধানীর চালের খুচরো দোকানগুলোতে ক্রেতার ভিড়।   পেঁয়াজের বাজারে অস্থিরতার খবরে অনেকেই ভাবছেন বাড়বে চালের দামও। অনেকেই তাই কিনে রাখছেন বাড়তি চাল।

আরও পড়ুন:


ধাক্কা সামলে স্বাভাবিক হয়ে আসছে অর্থনীতি


 এক সপ্তাহের ব্যবধানে চালের দাম নতুন করে না বাড়লেও আগের বর্ধিত দামেই দিশেহারা ক্রেতারা।

তারা বলছেন পেঁয়াজের মত চালের বাজারেও তদারকি জরুরী।

আর বিক্রেতারা দূষছেন সেই পুরনো সিন্ডিকেটকে। বলছেন মিলার মালিকদের কারসাজিতেই বাড়ে চালের দাম।  
চালের দাম না কমায় স্বস্তিতে নেই সাধারন ক্রেতারা।   

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল