গ্রামেও পৌঁছে গেছে ডিজিটাল সেবা

গ্রামেও পৌঁছে গেছে ডিজিটাল সেবা

রিশাদ হাসান

ডিজাটাল সেবার আওতায় এখন গ্রামীণ জনপদ। ইন্টারনেট, টেলিযোগাযোগ, মোবাইল ব্যাংকিংসহ নানা ডিজিটাল সেবা এখন ঘরে বসেই পাচ্ছে সাধারণ মানুষ। যা এরই মধ্যে বদলে দিয়েছে গ্রামাঞ্চলের মানুষের জীবন-যাপন। এর ফলে মানুষ কম শহরমুখী হবে বলে মনে করছেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা।

news24bd.tv

বৃষ্টির দিনে, আবহমান গ্রাম বাংলার চিত্র। নরসিংদী সদরের এই গ্রামের নাম নজরপুর। এখানকার মুদি দোকানী আজিজুল মিয়ার ভাগ্য বদলে দিয়েছে ইন্টারনেট। যার মাধ্যমে নিজের দোকানে বসেই মালোয়েশিয়ায় পণ্য বেচাকেনা করেন।

news24bd.tv

আজিজুল তার জরুরী ব্যবসায়ীক আলাপ সারেন জুম মিটিং-এ, আর পণ্য বিক্রিও করেন অনলাইনের মাধ্যমে।

এরই মধ্যে এই গ্রামে ব্রডব্যান্ডসহ পৌঁছেছে ওয়াইফাই ইন্টারনেট। এছাড়াও রয়েছে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা। যার ফলে অল্প কয়েকদিনেই বদলে গেছে এখানকার মানুষের জীবন মান।

মোবাইল ব্যাংকিং, এসএমই সেবাসহ এ গ্রামে মানুষ রেমিটেন্সের অর্থও পান ঘরের পাশেই। ফলে এখন আর শহরে যাওয়ার প্রয়োজন পড়ে না।

news24bd.tv

শুধু তাই নয়, নজরপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ৬০ ধরণের ডিজিটাল সেবা পান গ্রামবাসীরা। ইডিসির উদ্যোক্তা মনিরুজ্জামান জানান, জনগণের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ নানা ধরণের সেবা দেয়া হচ্ছে। তারা ঘরের পাশেই ডিজিটাল সেবা পাচ্ছে।


আরও পড়ুন: নদীর তলদেশ ভরাটের কারণে দীর্ঘায়িত হচ্ছে বন্যা


নজরপুরের মত দেশের সাড়ে চার হাজারের অধিক ইউনিয়নে এরই মধ্যে পৌঁছে গেছে এসব সেবা। এজন্য শহর আর গ্রামের পার্থক্য ধীরে ধীরে কমতে শুরু করেছে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ড. মাহফুজুল ইসলাম।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ