২১ ফেব্রুয়ারির পরিবর্তে পশ্চিমবঙ্গে নতুন মাতৃভাষা দিবস চালু করতে চায় বিজেপি

২১ ফেব্রুয়ারির পরিবর্তে পশ্চিমবঙ্গে নতুন মাতৃভাষা দিবস চালু করতে চায় বিজেপি

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি ওই রাজ্যে ২০শে সেপ্টেম্বর দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। এমনকি নতুন মাতৃভাষা দিবস চালু করতে সোশ্যাল মিডিয়াতে জোরালো প্রচারণাও চালাচ্ছেন।

তারা বলছে, এই দিনটিতে উত্তর দিনাজপুর জেলার একটি স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে পুলিশ গুলি চালালে বিজেপির দু'জন কর্মী নিহত হন। তাদের স্মৃতিতেই এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে গ্রহনযোগ্য।

তবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মনে করছে, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের জায়গায় নতুন এই দিবস পালনে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।  

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা পপি


বস্তুত পূর্ব পাকিস্তানে বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাতিসংঘ যে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ তথা বাকি দুনিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গও প্রধানত সেই দিনটিকেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ