ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহালের চেষ্টা বেআইনি: চীন ও রাশিয়া

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহালের চেষ্টা বেআইনি: চীন ও রাশিয়া

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা আমেরিকা করছে তা আবারো প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। গতকাল রোববার জাতিসংঘে নিযুক্ত ওই দুই দেশের স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি।

চীনা স্থায়ী প্রতিনিধি ঝাং জুন ও রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া যৌথভাবে লেখা ওই চিঠিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।


আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে: ইইউ


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।

কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ। চীন ও রাশিয়ার আগে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি বলেছে, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে বলে তার পক্ষে আর ইরানের বিরুদ্ধে কোনো  ব্যবস্থা নেয়া সম্ভব নয়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ