আপনাদের লজ্জা হয় না ?

আপনাদের লজ্জা হয় না ?

কেউ কি দেশে আমাকে একটা ড্রাইভারের চাকরি দেবেন? 

স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের মহাপরিচালকের গাড়ি চালকের নাম আবদুল মালেক। তিনি ১০তলা একটি বাড়ি, ৭ তলা তিনটি বাড়ি, ২৪ টি ফ্ল্যাট, তিনটি গাড়ি সহ একশো কোটি টাকারও বেশি সম্পদের মালিক।  

এতো বছর বিদেশে থেকেও কোটিপতি হতে পারলাম না। লাখ টাকার মালিক'ই তো ঠিক মতো হতে পারলাম না।

তবে এইবার আমি খুব উৎসাহ পাচ্ছি।  

বিশ্বাস করেন, এরপর কেউ যদি আমাকে Aim in life সম্পর্কে জিজ্ঞেস করে, আমি সোজা বলে দিব- যে কোন সরকারি অধিপ্তরের পরিচালকের গাড়ি চালক হওয়াই এখন আমার এক এবং একমাত্র লক্ষ্য। শেষ কালে যদি কোটিপতি হতে পারি।

আপনাদের লজ্জা হয় না? এরপর কি করে আপনারা ছেলেপেলেদের পড়াশুনা করে জ্ঞান অর্জন করার পরামর্শ দেবেন?


আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহালের চেষ্টা বেআইনি: চীন ও রাশিয়া


যেই দেশে ২০ বছর পড়াশুনা করে, মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে মানুষ আত্মহত্যা করে; সেই দেশেই একজন গাড়ি চালক কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে স্রেফ মহাপরিচালকের গাড়ি চালিয়ে! 

ঘুষ দিয়ে ড্রাইভার হলেই তো কেল্লাফতে! এতো পড়াশুনা করে কাজ কি!

আমিনুল ইসলাম: বিশ্ববিদ্যালয় শিক্ষক, অষ্ট্রিয়া (ফেইসবুক থেকে )