জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

হাসপাতালে জাফর ইকবাল

জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়।

ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে হামলাকারী। সঙ্গে সঙ্গে জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই দেওয়া হয়। এরপর অধ্যাপক জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা এনে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে পিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সম্পর্কিত খবর