তিনিও সরকারি ড্রাইভার ছিলেন

তিনিও সরকারি ড্রাইভার ছিলেন

কাজী তাহমিনা

ডিজির ড্রাইভারের ২৪ বাড়ি, টেকাটুকা নিয়ে মানুষের অবাক বিস্ময় আহাজারি আর সহ্য করতে পারছি না।

ঢাকা শহরে সংসার খরচ হেন তেন হাতির খরচ শেষে হালাল পয়সায়, পরিশ্রমের পয়সায়, ব্যাংক লোন নিয়ে একটি ফ্ল্যাট কিনে তার লোন টানতেই বহু পরিবারের জান যায়।

কোটি কোটি টাকাওয়ালা, এখানে সেখানে বাড়িওয়ালার হাড়ির খবর নিয়ে দেখেন। শতকরা ৬০/৭০ ভাগের বাড়ি ঘুষের পয়সা, লুটের পয়সা, হারাম পয়সায় তৈরি।

কিছুদিন আগে বাসা খুঁজতে গিয়ে আরেক বাড়িওয়ালা ড্রাইভার আংকেলের সাথে পরিচিত হয়েছিলাম। নিচে এসে কেয়ারটেকার সাহেবের সাথে একটু খোঁজখবর নিলাম। তিনিও সগর্বে বলে দিলেন, তিনার মালিকের ৩ বিল্ডিং, নয়তলা, ছয়তলা, বউয়ের নামেও এক বিল্ডিং। কৌতুহলী আমি জিজ্ঞাসা করেছিলাম, 'আংকেল ভদ্রলোক কী করতেন?' জানলাম, হাজী সাহেবও সরকারি ড্রাইভার ছিলেন! 

কিন্তু আমার প্রশ্ন হইলো, সচিব আধা সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় চাকরিওয়ালা বড়লুকে ঘুষ খাইলে, পারসেন্টেজ খাইলে, দালালির বখরা খাইলে, ৫০ হাজার বেতন পাইয়া ৫০ লাখের পোদ্দারি দেখাইলে, পোলাপানরে লাখ কুটি খরচ কইরা ইংলিশ মিডিয়ম, দেশ বিদ্যাশ পড়তে পাঠাইলে, লাক্সারি ট্রিপ দিলে, বাড়ি গাড়ি হাঁকাইলে তো আপনাদের এতো বিষ্ময় দেখি না!


আরও পড়ুন: আপনাদের লজ্জা হয় না ?


তাদের বিয়ান সাব, জামাই বানাইতেও আপত্তি দেখিনা অনেকের।

খালি পিয়ন, কেরানী, ড্রাইভার ঘুষ খাইলে ছ্যা ছ্যা করবেন, আর চোর অফিসারগোরে সেলাম ঠুকবেন, আত্মীয়তা করবেন - এ কেমন বিচার?

কাজী তাহমিনা: বিশ্ববিদ্যালয় শিক্ষক (ফেইসবুক থেকে)