কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভার ৮ সাংসদ বহিস্কার

কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভার ৮ সাংসদ বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজ্যসভায় কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে আট জন সাংসদকে বহিস্কার করা হল।

সোমবার তৃণমূলের ডেরেক ও ব্রায়েনসহ তালিকায় তৃণমূলের সাংসদ দোলা সেনও রয়েছেন। রয়েছেন কংগ্রেসের তিন সাংসদও। আম আদমি পার্টির এক জন এবং সিপিএমের দুই সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে।

 

পাশাপাশি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিও খারিজ হয়ে গিয়েছে। তৃণমূল ওই সিদ্ধান্তকে গণতান্ত্রিক অধিকার খর্ব করা বলে বর্ণনা করেছে। এ দিন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ওই শাস্তির বিষয়টি ঘোষণা করেন। একদিন আগে রোববার কৃষি বিল পাশের পর রাজ্যসভায় তুমুল বিক্ষোভ হয়, ছিড়ে ফেলা হয় বিলের কপি।

news24bd.tv সুরুজ আহমেদ