আল্লামা শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি; গ্রেপ্তারের পর রিমান্ডে

আল্লামা শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি; গ্রেপ্তারের পর রিমান্ডে

দিলীপ কুমার মন্ডল, নারায়ণগঞ্জ:

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আহলে সুন্নত ওয়াল জামাদের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত শুনানীর শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়।  

আরও পড়ুন:


শেরপুরে মৃত্যুর ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন


এর আগে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষকের আইজীবী। আদালত শুনানীর শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রোববার বিকেলে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ডিজিটাল আইনের মামলা দায়ের করেন। সেই মামলায় মামুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদী গ্রেপ্তার করে পুলিশ।

news24bd.tv কামরুল