কমছেই না পেঁয়াজের ঝাঁঝ

কমছেই না পেঁয়াজের ঝাঁঝ

নিজস্ব প্রতিবেদক

কমছেই না পেঁয়াজের ঝাঁঝ। আজও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে, দাম বাড়া কমার আলোচনায় বিক্রিবাট্টা কমেছে বাজারে।

জরুরি প্রয়োজন ছাড়া, পেঁয়াজের প্রতি খুব একটা আগ্রহ নেই ক্রেতাদের।

দাম নিয়ন্ত্রণে আজও রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজারে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা অধিদপ্তর।

news24bd.tv

এদিন কারওয়ানবাজারসহ অন্যান্য বাজারে ক্রেতাদের মধ্যে পেঁয়াজের চাহিদা ছিল অপেক্ষাকৃত কম।

আরও পড়ুন: নেতা নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, কে হচ্ছেন কওমির পরবর্তী নেতা?

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়তি বলেই খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। কোনো কারসাজি করা হচ্ছে না বলেও দাবি করেন তারা।

news24bd.tv

অন্যদিকে, দেশের কোনো বন্দর দিয়েই সোমবার প্রবেশ করেনি ভারতীয় কোনো পেঁয়াজবাহী ট্রাক। ফলে আটকে থাকা পেঁয়াজ দেশে প্রবেশ করলেও তা কতোটা ভালো পাওয়া সম্ভব হবে, তা নিয়েই সংশয়ে আমদানিকারকরা।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর