কৃষি বিল নিয়ে ভারতে রাজ্যসভার ৮ এমপি সাসপেন্ড

কৃষি বিল নিয়ে ভারতে রাজ্যসভার ৮ এমপি সাসপেন্ড

অনলাইন ডেস্ক

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি বিল পাস করানোকে কেন্দ্র করে  বিরোধিতা ও গোলযোগের জেরে ৮ এমপিকে চলতি সংসদ অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ (সোমবার) রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু ওই সিদ্ধান্ত ঘোষণা করেন।

যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন- তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন ও দোলা সেন; কংগ্রেসের রাজীব শতাভ, রিপুন বরা ও সৈয়দ নাসির হুসেন; সিপিএমের কে কে রাগেশ ও এলাম আরাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং।

এসময় রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে বলেন, ‘ওই এমপি’রা সামগ্রিকভাবে সভার অসম্মান করেছেন।

ডেপুটি চেয়ারম্যানকে লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন। সেজন্য সংসদ অধিবেশনের বাকি সময়ের জন্য তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। ’

তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শাসকদলের মর্জিমতো কাজ করেছেন। তিনি কোনও আইনেরই তোয়াক্কা করেননি।

তাঁর আচরণ নজিরবিহীন এবং বেআইনি। যেভাবে আট এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তা হল ভবিষ্যতে তাঁদের কণ্ঠরোধ করার প্রয়াস। এই যদি আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক পরিস্থিতি হয়, তাহলে এ দেশ নিশ্চিতভাবে সংখ্যাধিক্যতার শিকার হতে চলেছে। ’

তৃণমূলের লোকসভার সদস্য সৌগত রায় এমপি বলেন, ‘যেভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা সাংসদদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। ভোট না করে যেভাবে কেবলমাত্র ধ্বনি ভোটে রাজ্যসভায় কৃষি বিল পাস করানো হয়েছে, ওই সাংসদরা তারই প্রতিবাদ করেছিলেন। ’

কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তা দেওয়া হয়নি। যেভাবে আমাদের সদস্যদের সাসপেন্ড করা হল তা গণতান্ত্রিক রীতিনীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে। ওই সিদ্ধান্তে আমরা গভীরভাবে দুঃখিত বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন।

আরও পড়ুন: চীনের অ্যাপ নিষিদ্ধ করতে পারছে না যুক্তরাষ্ট্র

গতকাল রোববার রাজ্যসভায় কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত দু’টি বিলকে বিরোধীরা সিলেক্ট কমিটিতে পাঠানো এবং ভোটাভুটির দাবি জানান। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ওই দাবি না মানায় বিরোধীরা ডেপুটি চেয়ারম্যানের আসনের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রুল বুক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। তারা এ সময় ‘তানাশাহি নেহি চলেগা’ (একনায়কতন্ত্র) স্লোগান দেন এবং ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওই ঘটনায় অভিযুক্ত এমপিদের বিরুদ্ধে আজ শাস্তি ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর