স্বাগতিকরা যেন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে বিসিবিকে

স্বাগতিকরা যেন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে বিসিবিকে

নিজস্ব প্রতিবেদক

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। স্বাগতিকরা যেন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে বিসিবিকে। তবে শঙ্কার মাঝেও চলছে টাইগারদের দলগত অনুশীলন। এদিকে তিন ফরম্যাটে নিয়মিত হতে চান পেসার মুস্তাফিজুর রহমান।

 

মিরপুরে কয়েক দফা বৃষ্টির মাঝেও টাইগারদের দলগত অনুশীলন। প্রস্তুতিতে বাগড়া না দিলেও ঘনকালো মেঘের মতই এখনো অনিশ্চয়তায় ঘিরে বাংলাদেশ দলের লঙ্কা সফর।

প্রথম দিনের মতই ২৭ সদস্যের স্কোয়াডের ১৬ জন হোম অব ক্রিকেটে। কয়েক খেলোয়াড়ের করোনার লক্ষণ; ওরাসহ সংস্পর্শে আসা বাকিরাও আছে কোয়ারেন্টিনে।

অপেক্ষায় করোনা টেস্টের রিপোর্টের। সবুজ সংকেত পেলেই শুরু করবে অনুশীলন।

ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের দু’মাস পর একই সঙ্গে চলছে জাতীয় দলের অনুশীলন। পুরো টিমের এক সঙ্গে থাকা যা অনন্য পেসার মুস্তাফিজের কাছে।

বছরের শুরুতে হেডকোচ রাসেল ডোমিঙ্গ জানিয়েছেন, লাল বলের পরিকল্পনায় নেই মুস্তাফিজুর রহমান। ২০১৯ সালের মার্চের পর খেলেননি কোন টেস্টে। তবে তিন ফরম্যাটে নিয়মিত হতে চান সাতক্ষীরার এই পেসার।

লঙ্কান বোর্ডের কাছ থেকে চূড়ান্ত বার্তার অপেক্ষায় বিসিবি। মঙ্গলবার খোলাসা হতে পারে সবকিছু।    

news24bd.tv কামরুল