বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দিল সৌদি, মেলেনি ল্যান্ডিংপারমিশন

বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দিল সৌদি, মেলেনি ল্যান্ডিংপারমিশন

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে সৌদি আরব। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিংপারমিশন পাওয়া যায়নি। ফলে সম্মানিত যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং সম্মানিত যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার পূর্বে  কাউন্টারে অহেতুক ভীড় না করার জন্য সম্মানিত যাত্রীগণকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন: সৌদিগামী ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া যায়নি: বিমান

যে সকল যাত্রীর নিকট সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে; আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আগামিকাল বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

সকলে আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করেছেন বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন।

আরও পড়ুন: সৌদিগামী বাণিজ্যিক ফ্লাইট বাতিল

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর