'নূর গং রা আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে প্রতিহত করতে প্রস্তুত'

'নূর গং রা আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে প্রতিহত করতে প্রস্তুত'

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের সহযোগী হিসেবে লালবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি নূরকে। আটকের পর মূচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভিপি নূরু তার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আহতের ভান ধরে হাসপাতালে যান। পরে আবারো মুচলেকা দিয়ে ছাড়া পান নুর , মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছেন।

আটকের আগ মূহুর্তসহ গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় কভিডের বিধি নিষেধ অমান্য করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে নূর!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয় এমনকি গনভবন ঘেরাও এর মত দূর্সাহষ দেখাতে পিছ পা হয় নি নূর। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টিফোরকে জানান, ধৈর্য্যের ও একটা সীমা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার বাসভবনের সামনে অথবা ঢাকা শহরের কোথাও যদি নূর গং রা কোন ধরনের অপকর্ম বা ধ্বংসাত্মক মূলক কার্যক্রমে লিপ্ত হতে চায় তবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ তার সমুচিত জবাব দিতে এক সেকেন্ড ও দেরী করবে না।

 

news24bd.tv কামরুল