অশান্ত আফগানিস্তান, সেনা-তালেবান সংঘর্ষে বহু হতাহত

অশান্ত আফগানিস্তান, সেনা-তালেবান সংঘর্ষে বহু হতাহত

অনলাইন ডেস্ক

কাতারে এক সপ্তাহ আগে শান্তি আলোচনায় বসেছিলেন আফগান সরকার ও তালেবান নেতারা। এরমধ্যেই আফগানিস্তানে আবারো অশান্তি। রোববার সারারাত ধরে নিরাপত্তা বাহিনী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারা গেছেন অন্ততপক্ষে ৫৭ জন নিরাপত্তা কর্মী এবং ৮০ জন তালেবান।

আহতের সংখ্যা অনেক।

এর মধ্যে উরুজগান প্রদেশেই ২৪ জন নিরাপত্তা বাহিনীর কর্মী মারা গেছেন। সেখানে একটি চেক পোস্টে আক্রমণ চালায় তালেবান। শুধু উরুজগানেই নয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সংঘর্ষ হয়েছে।

তিনজন আফগান গোয়েন্দাকেও অপহরণ করেছে তালেবান।


আরও পড়ুন: বাড়িতেই সাজা খাটছেন আসামিরা


নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানায়নি তালেবান। তবে সেনা ও সরকারি মুখপাত্ররা জানিয়েছেন, সবমিলিয়ে অন্ততপক্ষে ৮০ জন তালেবান মারা গেছেন। এর মধ্যে কুন্দুজ, তাখার, বাঘলান প্রদেশে ৫৪ জন মারা গেছেন বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।

শুধু সেনা বা নিরাপত্তা বাহিনীর কর্মীরাই নয়, তালেবানের আক্রমণে প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন বলে অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। তাঁর হিসাব, গত দুই সপ্তাহে তালেবান হানায় দেশের ২৪টি প্রদেশে ৯৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।

news24bd.tv সুরুজ আহমেদ