স্টেডিয়াম তো নয়, যেন কাশবন

স্টেডিয়াম তো নয়, যেন কাশবন

রেজাউল করিম মানিক, রংপুর

বৈশ্বিক আর প্রাকৃতিক সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে রংপুর স্টেডিয়াম। থমকে যাওয়া পৃথিবীর সাথে থমকে গিয়েছে তার গতি, হারিয়েছে চিরচেনা রুপ। মাঠে খেলার পরিবর্তে জায়গা করে নিয়েছে কাশফুল।

news24bd.tv

রংপুর স্টেডিয়ামে নানা খেলা আর সকাল বিকেল শরীরচর্চায় লোক সমাগম লেগেই থাকতো।

বৈশ্বিক মহামারি করেনার কারণে দীর্ঘ সময় স্টেডিয়াম বন্ধ থাকায় মাঠ এবং চারিধারে কাশবনের সৃষ্টি হয়েছে। টানা বর্ষণেরও প্রভাব পড়েছে মাঠে। ঘাস কাদায় খেলার মাঠে খেলা তো দূরের কথা শরীর চর্চা করাটাও যেন দূরহ ব্যাপার।

news24bd.tv
 
খেলোয়াররা বলছেন, নানা দুর্যোগে পতিত রয়েছে মাঠ তা ঠিকঠাক করতে আর্থিক সহযোগীতারও প্রয়োজন।

ঘাস বড় হওয়ায় মাঠ হারিয়েছে তার গতি। হয়ে পড়েছে খেলার অনুপযোগী। news24bd.tv


আরও পড়ুন: বাড়িতেই সাজা খাটছেন আসামিরা


করোনাকালীন সময় এবং বর্ষা মৌসুম হওয়ায় মাঠে প্রাকটিস বন্ধ থাকার কারণে মাঠ কাদা এবং ঘাসে পরিপূর্ণ হয়েছে। দেখা দিয়েছে নানা অসুবিধা। তবে খুব শীঘ্রই স্টেডিয়াম আগের মত করার কথা জানান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক শামিম খান মিসকিন।

news24bd.tv

রংপুর স্টেডিয়ামের ধারাবাহিকতা ধরে রাখতে এখনই ব্যবস্থা না নিলে খেলোয়াড় তৈরির এই কারখানা হারাবে তার ঐতিহ্য এমনটা ধারণা বিশেষজ্ঞদের।

news24bd.tv সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর