রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, 'বাইল্লা ডাকাত' নিহত

প্রতীকী ছবি

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, 'বাইল্লা ডাকাত' নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের সহযোগী বাইল্লা ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে।

বৃহস্পতিবার ভোর রাতে ক্যাম্পের ই-ব্লকে ঘটনাটি ঘটে।  

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়।

এতে বহুল আলোচিত রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের অন্যতম সহযোগী হোসেন আলী (বাইল্লা ডাকাত) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট মামলার অন্যতম আসামি নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় বলে জানান ওসি।

ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত আবদুর রাজ্জাক ও আবদুস সালামকে আটক করে পুলিশ। তারা এই গোলাগুলিতে জড়িত ছিল বলে জানিয়েছেন ওসি রনজিত।

এদিকে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।